অনুব্রত মণ্ডলের কন্যা টেট পাশ না করেও চাকরি পাওয়ার অভিযোগ

 এবার অনুব্রত মণ্ডলের মেয়ে এবং তার সাথে অনুব্রত মণ্ডলের পাঁচ পরিচিত আত্মীয়কে সশরীরে তলব করা হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।

বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা টেট পাশ না করেও চাকরি পাওয়ার অভিযোগ


রয়েছে বেনিয়মের অভিযোগে তাই কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুকন্যা মণ্ডল কে আদালতে তলব করা হয়েছে। আজ বিকেলেই কলকাতা হাইকোর্টে তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ জমা পড়েছে। টেট পরীক্ষাতে পাশ না করেই তিনি প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন শুধু তাই নয় তার সাথে তার পরিবারের আরো পাঁচজন চাকুরী পেয়েছেন।

অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে সুকন্যা শুধু চাকরি পেয়েছেন তাই নয় চাকরি পাওয়ার পরে তিনি স্কুল না করেও বাড়িতে বসেই বেতন নিয়েছেন। এমনকি স্কুলের রেজিস্টার খাতা তার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানে অর্থাৎ বাড়িতে বসেই তিনি সই করতেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি।

 তবে আগামীকাল দুপুর ৩ টার সময় হাইকোর্টে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

 অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল ছাড়াও আগামীকাল সুমিত মন্ডল ,অর্ক দত্ত , সাত্যকি মন্ডল কস্তুরী চৌধুরী এবং সুজিত বাগদী কেও তলব করা হয়েছে। এরা সবাই কোন না কোন ভাবে অনুব্রত মন্ডলের পরিচিত। ভেবে দেখুন কেমন মারাত্মক খেলা হয়েছে প্রাথমিকের নিয়োগে।

Comments

Popular posts from this blog

Best tips and fitness tools to help you lose weight

Best 5 Air Conditioners in India (2020)

Best gorilla tripod in low price